SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

ভক্তদের কাছে কেন ক্ষমা চাইলেন অনুষ্কা?

তিনি অভিনেত্রী। তাই ভক্তদের তাঁর প্রতি প্রত্যাশা তো থাকবেই। আর সেই প্রত্যাশা পূরণ করতে না পেরেই এ বার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অনুষ্কা শর্মা।


কী সেই প্রত্যাশা যা পূরণ করতে পারলেন না অনুষ্কা? কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অনুষ্কা। এই ছবিতে সলমন খানের বিপরীতে বিভিন্ন সময় নাম উঠে এসেছে পরিণীতি চোপড়া, কীর্তি সানোন, কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোনের মতো নায়িকার নাম। শেষ পর্যন্ত চরিত্রটি করতে অনুষ্কা রাজি হয়েছিলেন বলেই শোনা গিয়েছিল। কিন্তু সে জল্পনার অবসান ঘটালেন নায়িকা নিজেই। টুইটারে জানিয়ে দিলেন, ‘সুলতান’-এ তিনি অভিনয় করবেন না।

অনুষ্কার কথায়, ‘‘আমি লন্ডনে শুটিংয়ে ব্যস্ত আছি। এর মধ্যেই একটা খবর শুনে অবাক হলাম। অনেকেই বলছেন, ‘সুলতান’-এ আমি অভিনয় করছি। কিন্তু আমি এমন কোনও কমিটমেন্ট করিনি। আপনাদের হতাশ করে থাকলে দুঃখিত।’’ ২০১৬-এর ঈদে শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে মুক্তি পাবে সলমনের ‘সুলতান’।

Pages