সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

খরগোশ পালন

আমাদের শরীরে প্রোটিনের অভাব মেটাতে খরগোশের মাংস গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অল্প খরচে ও অল্প জায়গায় ব্রয়লার হিসেবে খরগোশ পালন করা যায়। এছাড়া খরগোশের চামড়া ও পশম মূল্যবান, এবং এর পায়খানাও ভালো জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। দেশের সব জায়গায় হাঁস-মুরগী বা গরু-ছাগলের খামারের মতো খরগোশ পালন করেও লাভ করা সম্ভব।
খরগোশ পালন করে মহিলারা বেশি লাভবান হচ্ছেন। বাড়ির আশ-পাশ থেকে ঘাস, লতা-পাতা, শাকসবজি, তরকারির ফেলনা অংশ ইত্যাদি সংগ্রহ করে খরগোশ পালন এবং ব্যবসা করা যায়। বাড়িতে অল্প জায়গায় খাঁচা তৈরি করে খরগোশ পালন করা হয়। খরগোশ পালনের উপকারিতা   ১. খরগোশ অধিক উৎপাদন ও দ্রুত বর্ধনশীল একটি প্রাণী। ২. খরগোশ প্রতিবার ২ থেকে ৮টি বাচ্চা দেয় এবং বছরে ৮ থেকে ১০ বার বাচ্চা দেয়। ৩. খরগোশের চামড়া দামি পোশাক তৈরিতে ব্যবহার  করা হয়। ৪. খরগোশ তৃণভোজী প্রাণী, অল্প পরিমাণ এবং নিম্নমানের খাদ্যেই এদের চাহিদা পূরণ হয়। ৫. খরগোশের মাংস খুব সুস্বাদু এবং মাংসে চর্বি ও কোলেস্টরলের মাত্রা কম।   বাজার সম্ভাবনা   খরগোশের মাংস সুস্বাদু হলেও আমাদের দেশে অতটা প্রচলিত নয়। তাই বাজারেও খুব বেশি পাওয়া যায় না। যেসব এলাকার লোকজন খরগোশের মাংস খায় ঐ সব এলাকার বাজারে বিক্রি করা যায়। এছাড়া অনেকে শখের বশে খরগোশ পালন করে।   খরগোশ পালন পদ্ধতি   বাসস্থান   ১. ঘরের কোণে অল্প জায়গায় খাঁচায় খরগোশ পালন করতে হবে। ২. নিরিবিলি, পরিষ্কার-পরিছন্ন ও শান্ত পরিবেশে খরগোশ পালতে হবে। ৩. একটি বড় খাঁচায় ভাগ করে কয়েকটি খরগোশ রাখতে হবে। ৪. কয়েকটি স্ত্রী খরগোশ একসাথে রাখা যায়। তবে একাধিক প্রাপ্ত বয়স্ক পুরুষ একসাথে রাখা ঠিক না কারণ এরা মারামারি করে। ৫. ৩ মাস বয়সের পর স্ত্রী ও পুরুষ খরগোশ একসাথে রাখা যাবে না। ৬. খরগোশের খাঁচা- বাঁশ, কাঠ ও তারের নেট দিয়ে তৈরি করতে হবে।   খাঁচা তৈরি   ১. খাঁচা তৈরির জিনিসপত্র শক্ত টেকসই ও সহজে পরিষ্কার-পরিছন্নযোগ্য হতে হবে। ২. খাঁচা তৈরির জন্য স্থানীয় কমদামি জিনিসপত্র ব্যবহার করতে হবে। ৩. খাঁচা হালকা রাখতে হবে, যাতে সহজে বহন করা যায়। ৪. খাঁচায় খাবার ও পানি রাখার সুব্যবস্থা করতে হবে। ৫. খাঁচার ভিতর খরগোশ যেন স্বাচ্ছন্দ্যবোধ করে সেদিকে খেয়াল রাখতে হবে। ৬. খাঁচা থেকে খরগোশ যেন পালিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।   খাঁচার মাপ   খরগোশের ওজন যত কেজি হবে খাঁচার তলদেশও তত বর্গফুট হতে হবে। ৬টি খরগোশের জন্য খাঁচার মাপ নিম্নরূপ :   * কাঠামো (ফ্রেম) : লম্বা ৯ হাতX ১/৫ হাত থেকে ২ হাত, মেঝে ১৬ কেজি তারের জাল ৯ হাতX ১/৫ হাত।   * দেয়াল : পাতলা ও শক্ত কাঠের তক্তা দিয়ে করতে হবে।   * ছাদ : তারের জাল দিয়ে তৈরি করতে হবে। ১. স্ত্রী খরগোশের খাঁচায় একটি ছোট নেট বক্স দিতে হবে। এবং এর মাপ হবে ১ফুটX১ফুট, উচ্চ ৬ থেকে ১২ ইঞ্চি হবে। ২. বাক্সের একপাশ এবং উপরের অংশ খোলা রাখতে হবে।   খরগোশের খাবার   কচি ঘাস, লতা-পাতা, শস্য দানা, গাজর, মূলা, শশা, মিষ্টি আলু, খড়কুটো, তরকারির ফেলনা অংশ, গম, কুড়া, ভুসি, খৈল, সয়াবিন, দুধ, পাউরুটি, ছোলা ইত্যাদি খরগোশের খাবার। ঘাস, শাক ইত্যাদি সব সময় শুকনা বা ঝকঝকে অবস্থায় দিতে হবে। ভেজানো গম বা ছোলা অল্প সিদ্ধ করে দেয়া যেতে পারে। এর সাথে ভুসি মিশিয়ে দিলে আরো ভালো হয়।   একটি পূর্ণবয়স্ক খরগোশের খাদ্য তালিকা
খাদ্য উপকরণপরিমাণ (গ্রাম)
ভুট্টাদানা/গম ভাঙ্গা৪৫.০
গমের ভুসি৩৫.০
তিলের খৈল১২.০
সয়াবিন৭.১০
লবণ০.৫০
ভিটামিন প্রিমিক্স০.২৫
মিথিওনিন০.১৫
               মোট=১০০ গ্রাম
* খরগোশের দৈনিক খাদ্য চাহিদা
খরগোশের ধরণআনুমানিক দৈহিক ওজন (কেজি)দৈনিক খাদ্য গ্রহণ
দানাদার (গ্রাম)সবুজ কচি ঘাস ও শাকসবজি (গ্রাম)
পুরুষ খরগোশ৪-৫১৭৫২০০
স্ত্রী খরগোশ৪-৫১৫০২০০
দুধদান স্ত্রী খরগোশ৪-৫২৫০২৫০
দুধবিহীন স্ত্রী খরগোশ৪-৫১৫০২০০
দুধ ছাড়ানো বাচ্চা (৬ সপ্তাহ)০.৬-০.৭৫০১০০
খরগোশকে খাবার খাওয়ানোর নিয়ম   ১. নতুন খরগোশ কিনলে খরগোশটি কি ধরণের খাবার খায় তা জেনে কেনার আগের ১/২ সপ্তাহ যে ধরণের খাবার খেয়েছে সে ধরণের খাবার দিতে হবে। পরে আস্তে আস্তে অন্য খাবারের অভ্যাস করতে হবে। ২. কম করে কিন্তু বারে বারে, কমপক্ষে দিনে ৩ বার খাবার দিতে হবে। ৩. পরিষ্কার ও তাজা খাবার দিতে হবে। ৪. আগের না খাওয়া খাবার সরিয়ে ফেলতে হবে। ৫. বিভিন্ন ধরণের খাদ্যে অভ্যস্ত করে তুলতে হবে। ৬. শুকনা খাদ্য দিতে হবে। ৭. প্রতিদিন একই সময়ে খাবার দিতে হবে। ৮. হঠাৎ করে খাবার পরিবর্তন করা যাবে না।   প্রজনন   ১. স্ত্রী ও পুরুষ খরগোশ আলাদা থাকবে। ২. প্রজননের সময় স্ত্রী খরগোশটিকে পুরুষ খরগোশের খাঁচায় ১০/১৫ মিনিট রাখতে হবে। ৩. গর্ভধারণ নিশ্চিত করার জন্য পরের দিন আবার একই পদ্ধতি অনুসরণ করতে হবে। ৪. বছরে ৫/৬ বার বাচ্চা নেয়ার হিসাব ধরে প্রজনন প্রোগ্রাম তৈরি করতে হবে। এতে বাচ্চা বড় ও সুস্থ হবে এবং মৃত্যুর হারও অনেক কমে যাবে।   প্রজননের জন্য খরগোশ নির্বাচন   ১. সবচেয়ে বেশি ওজন বিশিষ্ট খরগোশ নির্বাচন করতে হবে। ২. কোন প্রকার অসুস্থ খরগোশকে প্রজনন করানো যাবে না। ৩. দুই থেকে তিন মাসের বিরতিতে মাদি খরগোশকে জন্মদান করানোর জন্য নির্বাচন করতে হবে। ৪. সাধারণত ৬/৭ টি মাদি খরগোশের জন্য ১টি পুরুষ খরগোশ ব্যবহার করা হয়। ৫. ১টি পুরুষ খরগোশকে সপ্তাহে ৩/৪ বারের বেশি ব্যবহার করা যাবে না।   স্বাস্থ্য বিধি   ১. বাচ্চা জন্ম দেয়ার জন্য একটি ছোট নেস্ট বক্স অথবা কিছু পরিষ্কার খড়কুটা দিতে হবে। ২. বাচ্চা জন্ম দেয়ার জন্য শান্ত ও পরিছন্ন পরিবেশের দরকার হয়। ৩. জন্মের পর কোন মরা বাচ্চা থাকলে তা সরিয়ে নিতে হবে। ৪. জন্মের পর ১ মাস মায়ের সাথে বাচ্চা থাকবে। ৫. ১ মাস পর মা থেকে আলাদা করে একসাথে রেখে আরও ২ মাস পালার পর খাওয়ার উপযুক্ত হবে। ৬. বাচ্চার গায়ে হাত দিয়ে আদর করা ঠিক না। কারণ এতে বাচ্চার শরীরে অন্য গন্ধ হয় এবং মা বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে পারে। ৭. খরগোশের ঘর, খাঁচা, খাদ্য ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। ৮. খাঁচা, নেস্ট বক্স পরিষ্কার পানিতে ধুয়ে অনেকক্ষণ রোদে রাখতে হবে। ৯. পরিষ্কার খাবার ও বিশুদ্ধ পানি দিতে হবে। ১০. পিঁপড়া, ইঁদুর, ছুঁচো, শিয়াল ইত্যাদির আক্রমণ থেকে খরগোশকে রক্ষা করতে হবে।   * খরগোশের সাধারণ রোগ-ব্যধি
রোগলক্ষণপ্রতিষেধক ও চিকিৎসা
কক্রিডিওসিসডায়রিয়া, হঠাৎ মৃত্যুসালফা মেথাজিন ও খাদ্যে কক্রিডিওস্ট্যাট
নিউমোনিয়াখাদ্যে অরুচি, দেহে তাপ বৃদ্ধি, ডায়রিয়া, শ্বাসকষ্টঠান্ডা পরিহার ও এন্টিবায়োটিক
ক্রনিক রাইনাইটিসহাঁচি দেয়া, দুই নাক হতে ক্ষরণএন্টিবায়োটিক
ম্যাস্টইটিসওলান গ্রন্থি গরম-লালচে এবং ফুলে যায়উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও এন্টিবায়োটিক
দাদ রোগপশম পাতলা হয়, পশম পড়ে যায়পরিষ্কার পরিছন্নতা, গ্লাইসোভিন ট্যাবলেট ২৫ মি.গ্রা.। প্রতি পাউন্ড ওজনের জন্য প্রতিদিন অক্সিটেট্রাসাইকিন ওয়েন্টমেন্ট
আয় ও ব্যয়   মূলধন   খরগোশ পালন শুরু করার জন্য ৪০০০ টাকার প্রয়োজন হবে। মূলধন সংগ্রহের জন্য ঋণের প্রয়োজন হলে নিকট আত্মীয়-স্বজন, সরকারী ও বেসরকারী ঋণদানকারী ব্যাংক বা বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও)-এর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি ও বেসরকারি ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে।   * খরচ
খাঁচার খরচ১৫০০টাকা
খরগোশ ক্রয়ের খরচ৪৫০টাকা
খাবার বাবদ খরচ৮০০টাকা
চিকিৎসা বাবদ খরচ১৫০ টাকা
                             মোট খরচ= ৩০০০ টাকা
আয়: একটি খরগোশের বাচ্চা ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।   প্রশিক্ষণ   খরগোশ পালনের ক্ষেত্রে যারা খরগোশ পালন করে তাদের কাছ থেকে খরগোশ পালনের বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়া খরগোশ পালন সংক্রান্ত কোন তথ্য জানতে হলে স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে পশু কর্মকর্তা  অথবা উপজেলা প্রাণিসম্পদ অফিসে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। এসব প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত ফি এর বিনিময়ে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে।   খরগোশের মাংস অনেক সুস্বাদু এবং কম কোলেস্টেরল যুক্ত হওয়ায় এর চাহিদা দিনদিন বাড়ছে। এছাড়া খরগোশ নিরীহ ও জনপ্রিয় প্রাণী যা অনায়াসে খাঁচায় পালন করা যায়। খরগোশের চামড়া, পশম, মাংস এবং খরগোশের বাচ্চা বিক্রি করে খরগোশ পালনের উপযোগীতা খরগোশ প্রতিপালনের দ্বারা নিজের সংসারের জন্য প্রোটিন সমৃদ্ধ  মাংস উত্পাদন করা যেতে পারে। খরগোশের খাবার হিসেবে পড়ে থাকা পাতা, পরিত্যক্ত তরকারী, বাড়ীর শষ্যদানা ব্যাবহার করা যায়। ব্রয়লার খরগোশের বৃদ্ধির হার খুব বেশী। তিন মাসের মধ্যে ২ কেজি ওজনের হয়ে যায়। একসাথে বেশী বাচ্চা দেয় (৮ থেকে ১২)। অন্য মাংসের সাথে তুলনায় খরগোশের মাংসে অনেক প্রোটিন (২১%), কিন্তু কম ফ্যাট(৪%) থাকে। ফলে এই মাংস বড় থেকে বাচ্চা সব বয়সের জন্যই উপযুক্ত। খরগোশের বিভিন্ন জাত বেশী ওজন বিশিষ্ট জাত (৪ থেকে ৬ কেজি ) হোয়াইট জায়ান্ট গ্রে জায়ান্ট ফ্লেমিশ জায়ান্ট   মাঝারী ওজন বিশিষ্ট জাত নিউজিল্যান্ড হোয়াইট নিউজিল্যান্ড রেড ক্যালিফোর্নিয়ান হালকা জাত সোভিয়েট চিনচিলা ডাচ্ খাওয়ানোর ব্যবস্থাপনা
খরগোশেরা সব্রকম শস্য-দানা পছন্দ করে(শোরঘম, বাজরা এবং অন্য শস্য) এবং সবুজ শাকপাতা, যেমন লুসার্নে, আগাথি, রান্নাঘড়ের বর্জ্য গাজরের টুকরো, বাধাকফির পাতা, অন্যান্য সব্জির টুকরো ইত্যাদিও পছন্দ করে খরগোশের খাবারে যে পুষ্টি থাকা উচিত্‌
পুষ্টির বিশদবৃদ্ধির জন্য  রক্ষণের জন্য   ঙ্গর্ভাধানের জন্যস্তন্যদুগ্ধের জন্য
সুপাচ্য শক্তি(কি. ক্যালরি)২৫০০২৩০০   ২৫০০২৫০০
প্রোটিন(%)১৮১৬১৭১৯
তন্তু(%)১০-১৩১৩-১৪১০-১৩১০-১৩
ফ্যাট(%)
খরগোশদের খাওয়ানোর ব্যবস্থাপনায় যেসব বিষয় মনে রাখা দরকার
  • খরগোশের দাঁত ক্রমাগতই বাড়ে। তাই শুধুমাত্র ঘনীভূত খাবার দিয়ে খরগোশ পালন অসম্ভব।
  • খাওয়ানোর সময় খুব সচেতনভাবে মানা উচিত্‌, কারণ দেরী হলে ওরা চঞ্চল হয়ে ওঠে এবং তাতে ওদের শরীরের ওজন কমে।
  • গরমের দরুন খরগোশরা দিনের বেলায় খাবার নেয় না। কিন্তু রাত্রিবেলা ওরা সক্রিয় থাকে। তাই রাত্রিবেলা দেওয়া সবুজ খাবার ওরা নষ্ট না করেই খেয়ে নেয়। এই জন্য ঘনীভূত খাদ্য সক্কালবেলা দেওয়া উচিত্‌।
  • ঘনীভূত খাদ্য পেলেটের আকারে দেওয়া যায়। যদি পেলেট খাবার পাওয়া না যায়, তবে ঘনীভূত খাদ্য জলের সাথে মিলিয়ে ছোট ছোট বলের আকার করে দেওয়া যায়।
  • এক কেজি ওজনের একটি খরগোশকে দিনে ৪০গ্রাম ঘনীভূত খাদ্য এবং ৪০গ্রাম সবুজ খাদ্য দেওয়া উচিত্‌।
  • খরগোশ সবসময় তাজা সবুজ খাদ্য খায়। সবুজ খাদ্য কখনও খাঁচার মেঝেতে না দিয়ে পাশ দিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত্‌।
  • দিনের সবসময় খরগোশকে তাজা ও পরিস্কার জল দেওয়া উচিত্‌।
খরগোশেরধরণশরীরের ওজন         খাবারের পরিমান/দিন ( গ্রা )
ঘনীভূত খাদ্যসবুজ খাদ্য
পূর্ণবয়স্ক পুরুষ খরগোশ৪-৫ কেজি১০০২৫০
পূর্ণবয়স্ক স্ত্রী খরগোশ৪-৫ কেজি১০০৩০০
স্তন্যদুগ্ধদায়ী করগোশ৪-৫ কেজি১৫০১৫০
বাচ্চা খরগোশ০.৬-০.৭ কেজি৫০-৭৫১৫০
ঘনীভূত খাদ্য মিশ্রনের নমুনা 
উপাদানপরিমাণ
ভাঙা ভুট্টা৩০ভাগ
ভাঙা  এবং  গুড়ো করা  ভুট্টা৩০ভাগ
চীনাবাদাম তেলের কেক১৩ভাগ
গমের ভুষি২৫ ভাগ
খনিজ মিশ্রণ১. ৫ ভাগ
লবন০. ৫ ভাগ
রোগাক্রান্ত খরগোশের চিহ্ন
উদ্যমহীন এবং অবসাদগ্রস্থ
ওজন কমা এবং পাতলা হওয়া
খুব বেশী লোম ওঠা
সক্রিয়তাহীন, খাঁচার মধ্যে একই জায়গায় বসে থাকা
খাওয়া কম হয়ে যাওয়া
চোখ, নাক, মুখ, পায়ু দিয়ে জল বা কফের মত বেড়োনো
শরীরে তাপমাত্রা এবং শ্বাসপ্রশ্বাসের মাত্রা বেড়ে যাওয়া

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...