সালমান খানের হাত ধরে বলিউডের রূপালি পর্দায় অনেক তারকার আর্বিভাব হয়েছে। হালের সোনাক্ষী সিনহা, কীর্তি স্যাননরা তো সালমানেরই অবদান। আর সেই সালমানকে কি না ফিরিয়ে দিলেন বলিউডে সদ্য পা রাখা অ্যামি জ্যাকসন!
কথা ছিলো ‘অ্যামি জ্যাকসন’ সালমান খান অভিনীত জনপ্রিয় ছবি কিক এর সিকুয়্যাল কিক-২ তে সালমানের নায়িকা হিসেবে কাজ করবেন। কিন্তু সালমানকে হতাশ করলেন এই সিং ইজ ব্লিং এর নায়িকা।
পরিচালক শংকরের আই ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সালমানকে দেয়ার মতো শিডিউল নাকি নেই সাবেক এই বিশ্বসুন্দরীর। অবশ্য এবিষয়ে সালমানের প্রতিক্রিয়া জানা যায়নি।
কিক ছবিতে সালমানের বিপরীতে কাজ করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এই ছবির সিকুয়্যাল কিক-২ তে কাজ করার জন্যে আহ্বান জানানো হয়েছিলো অ্যামিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন