SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

চিত্রনায়িকা পপি ব্যবসায়ীর সঙ্গে রাত কাটালেন!

চিত্রনায়ীকা পপিকে ব্যবসায়ীর ফাঁদে পড়ে বেশ কয়েক রাত আটকে থাকতে হয়েছে। এ অবস্থায় ব্যাবসায়ীর হাত থেকে মুক্তি চেয়েছেন পপি। তারপরও রেহায় মেলেনি পপির। কাটাতে হয়েছে দুটি রাত।

 হ্যাঁ এটা একটা নাটকের কাহিনী। আসছে কোরবানির ঈদে এটি একুশে টেলিভিশনে প্রচার হবে বিইউ শুভ পরিচালিত নাটক ‘এক্সপ্রেশন অব লাভ’। আর এই নাটকে পপিকে দেখা যাবে একজন ডাকসাইট মডেল হিসেবে।
 নাটকের প্রসঙ্গে মিডিয়াকে পপি জানান, ডাকসাইট মডেল চরিত্রটা দারুণ লেগেছে আমার কাছে। এমন চরিত্রে এই প্রথম বারের মতো কাজ করছি। বিইউ শুভ অনেক যত্ন করে নির্মাণ করছেন এই নাটিকটি। এক কথায় বলা যায় অনেক ভালো। দর্শকেরও ভাল লাগবে আমি মনে করি।
 আগামী কোরবানির ঈদে নাটকটি একুশে টেলিভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা। রূপ, সৌন্দর্য ও অভিনয় গুণে একসময় ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করলেও এখন সেখানে পপির নেই কোন ব্যস্ততা।

Pages