SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

কঙ্কনা সেন ডিভোর্স নিলেন!

বিয়ের পাঁচ বছরের মাথায় স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল ভারতের প্রখ্যাত অভিনেত্রী অপর্ণ সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মার। ২০০৭ সালে এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা রণবীর শোরকে। 

বিবাহ বিচ্ছেদের বিষয়টি সোমবার টুইটারে কঙ্কনা নিজেই নিশ্চিত করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দু’জনে সামলাব।’
২০০৭-এ প্রথম দেখা হয় রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। ২০১০-এ সাতপাকে বাঁধা পড়েন তারা। এর পর মুম্বাইতেই একসঙ্গে থাকতে শুরু করেন। তাদের একমাত্র ছেলে হারুনের বয়স চার বছর। 

Pages