বরফ ছাড়াই ঠান্ডা জুস! | No Ice Cold Juice Making | Bangla Summer Drink Idea 🍹❄️
কীওয়ার্ড: বরফ ছাড়া ঠান্ডা জুস, No Ice Juice Recipe, Homemade Cold Juice Bangladesh, Summer Drinks Bangla, ঠান্ডা পানীয় রেসিপি
গরমে ঠান্ডা জুসের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু অনেক সময় বরফ না থাকলে ঠান্ডা জুস বানানো কঠিন হয়ে যায়। আজ আমরা শিখবো কীভাবে বরফ ছাড়াই ঠান্ডা জুস তৈরি করা যায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এই রেসিপিগুলো সহজ, স্বাস্থ্যকর এবং ব্যবসার জন্যও উপযোগী।
বরফ ছাড়াই ঠান্ডা জুস তৈরির ৫টি কৌশল
ফ্রিজে রাখা ফল ব্যবহার করুন: তরমুজ, মাল্টা, লেবু ইত্যাদি আগে থেকেই ফ্রিজে রেখে দিন।
ঠান্ডা পানি ব্যবহার করুন: বরফের বদলে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করুন।
চিলড দুধ বা দই: লাচ্ছি বা মিল্কশেকে ঠান্ডা দুধ ব্যবহার করলে বরফের দরকার হয় না।
জুস তৈরির পর ফ্রিজে রাখুন: পরিবেশনের আগে ১৫–২০ মিনিট ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে।
স্টিল বা কপার গ্লাস ব্যবহার করুন: এগুলো ঠান্ডা ধরে রাখে বেশি সময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন