শখ করতে গিয়ে ব্যবসায়ী হয়ে গেলাম – ভালোবাসা থেকে উদ্যোক্তা হওয়ার গল্প
জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো আসে হঠাৎ করেই। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ রান্না, কেউ আবার পুরনো জিনিস সংগ্রহ। এইসব শখ একসময় হয়ে ওঠে জীবনের লক্ষ্য, আর সেই লক্ষ্যই তৈরি করে একজন উদ্যোক্তা।
আমার গল্পটাও ঠিক এমনই—শুধু শখের বসে শুরু করেছিলাম, আর এখন সেটাই আমার চাকরি, পরিচয়, এবং গর্ব।
🧑🍳 শখের শুরু
ছোটবেলায় মা'র সঙ্গে কিচেনে বসে হালিম বানানো শিখেছিলাম
বন্ধুদের জন্য বানিয়ে দিতাম কাবাব, ফালুদা, জিলাপি
সবাই বলত, “তুই এটা বিক্রি করলে আমরা কিনে খাব!”
এই কথাগুলো তখন মজা মনে হলেও, একদিন সত্যি করে ফেললাম—শখের রান্না এখন আমার ব্যবসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন