প্রতিদিন ৬ হাজার মানুষ ফ্রি ইফতার খায় – এক মানবিক আয়োজনের গল্প
রমজান মাসে ইফতার শুধু খাবার নয়, এটি ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবিকতার প্রতীক। সাতক্ষীরার
কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন সেই প্রতীককে বাস্তবে রূপ দিয়েছে। প্রতিদিন এখানে ৬ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার করানো হয়, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ ইফতার আয়োজন হিসেবে পরিচিত।
🕌 কোথায় হয় এই আয়োজন?
📍 নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন, কালিগঞ্জ, সাতক্ষীরা
🕰️ প্রতিদিন রমজান মাসজুড়ে
🧑🤝🧑 একসঙ্গে বসে ইফতার করেন ৬ হাজার মানুষ
🏘️ আশপাশের বাড়িতেও পাঠানো হয় ইফতারি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন