ঢাকার ফুটপাতের “সুপার শপ” বলতে অনেকেই নীলক্ষেত, গুলিস্তান বা পুরান ঢাকার সেই জমজমাট ফুটপাত মার্কেটগুলোকেই বোঝেন—যেখানে ছোট্ট জায়গায় সাজানো থাকে নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে শখের সব জিনিস।
এরকমই একটি জায়গা হলো Cheap Street Shop – গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাশে, যেখানে ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় মনোহারী সামগ্রী, গৃহস্থালির পণ্য, স্টেশনারি, ছোট ইলেকট্রনিক্স, এমনকি উপহার সামগ্রীও। দাম তুলনামূলক কম, আর দরদাম করার সুযোগ থাকায় এখানে সব শ্রেণির ক্রেতাই ভিড় জমায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন