পদ্মার সুস্বাদু ইলিশ খেতে মাওয়া ঘাটে || Eating Hilsa Fish in Mawa Ghat#২০২২
#Mawa
#ইলিশ
#vlog
#মাওয়া
@moonbd tv
ঢাকা থেকে প্রায় 37 কিলোমিটার দূরে মাওয়া ঘাট, যা পদ্মা, ইলিশ এবং মিষ্টির জন্য বিখ্যাত। ঢাকা থেকে দীর্ঘ ভ্রমণের পর ইলিশ খেতে ঢাকার মানুষের প্রথম পছন্দ মাওয়া ফেরি ঘাট। সেই প্রাচীনকাল থেকেই ইলিশের চাহিদা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে, আর সেই ইলিশ যদি মাওয়া ঘাটের পদ্মার রূপালী ইলিশ হয় তবে তা সময়ের ব্যাপার মাত্র।
ঢাকার কাছাকাছি হওয়ায় আপনি একদিনে পদ্মা মাওয়া ঘাট ঘুরে আসতে পারেন এবং পদ্মা ভাজা ইলিশ দিয়ে ধোয়া গরম ভাত খেতে পারেন, বিকেলে পদ্মা ঘাটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন