SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

যে শর্তে অজয়কে বিয়ে করেন কাজল!


নির্ঝঞ্ঝাট দম্পতির নাম বলতে গেলে প্রথমে যে ২টি নামটি আছে তাহলো কাজল-অজয় ৷ নিজেরাই জানিয়েছেন, গ্ল্যামার পার্টি বিশেষ পছন্দ করেন না তারা৷ কাজের অবসরে বাড়িতেই ছেলেমেয়েদের নিয়ে সময় কাটাতে পছন্দ করেন৷

একসময়ের সহঅভিনেতা, তারপর প্রেম ও পরিণয়৷ কিন্তু বলিউডের আর পাঁচটা কাহিনির মতো, এ সরল গল্পেও ছোট্ট একটা টুইস্ট আছে৷ তা হল শর্ত৷ সম্প্রতি কাজল জানালেন কী শর্তে অজয়কে বিয়ে করেছিলেন তিনি৷
কাজল যে বই পড়তে ভালবাসেন এ কথা তিনি নিজেই বলেছেন বহুবার৷ কিন্তু বিয়েতেও যে বই পড়ার শর্ত রেখেছিলেন কে জানত! সম্প্রতি কাজল জানান, বিয়ের জন্য তার শর্ত ছিল একটা লাইব্রেরি৷

তিনি অজয়কে বলেছিলেন, তাকে বাড়িতে একটা লাইব্রেরি করে দিলে তবেই তিনি বিয়েতে রাজি হবেন৷ তাও আবার যেমন তেমন নয়৷ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে যেরকমটি দেখানো হয়েছিল, সেরকম লাইব্রেরি চাই তার৷ তা সিনেমার মতো না হলেও কাজলকে কিন্তু লাইব্রেরি দিয়েছেন অজয়৷ তাদের বাড়িতে তিনটে ঘরজুড়ে যে শুধুই বই সে কথা জানিয়েছেন খোদ কাজলই৷

Pages