SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

বিয়ের এত বছর পরও যা নিয়ে মৌসুমীর আক্ষেপ

বাংলা চলচ্চিত্রের তারকা জুটি মৌসুমী ও ওমর সানী। তারকাদের দাম্পত্য জীবন খুব একটা সুখী হওয়ার নজির না থাকলেও এই তারকা দম্পতি কোন জটিলতা ছাড়াই অতিবাহিত করেছেন বিশটি বছর।
এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার।
সম্প্রতি গণমাধ্যমকে মৌসুমী জানালেন, ‌‘আমাদের ইচ্ছে ছিল, মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাব। আমরা মালয়েশিয়া, কাতার, দুবাইসহ অনেক দেশেই গিয়েছি, কিন্তু সুইজারল্যান্ড যাওয়া হয়নি। সুইজারল্যান্ড আলাদা আলাদাভাবে যাওয়া হয়েছে, কিন্তু দুজন একসঙ্গে যেতে পারিনি। এটা নিয়ে চরম একটা আক্ষেপ রয়ে গেছে। এ ছাড়া আমাদের সেই অর্থে কোনো মধুচন্দ্রিমাও হয়নি। এই আক্ষেপও রয়েছে।

Pages