SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

বেশি যৌন মিলন চান নারীরা

বিদ্যমান যৌন মিলনের চেয়ে বেশি চান শতকরা ৫০ শতাংশেরও বেশি নারী।  সম্প্রতি ফার্টেইলিটি অ্যাপ কিন্ডারা ৫০০ নারীর উপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে।


জরিপের ফলাফলে বলা হয়, শতকরা ৫৩ শতাংশ নারীই বিদ্যমান অবস্থার চেয়ে বেশিবার যৌন মিলন করতে চান। যার মধ্যে ৭৫ শতাংশ নারী চান সপ্তাহে তিন বারের চাইতে বেশিবার যৌন মিলন এবং ১৩ শতাংশ চান ছয় বারের বেশি। জরিপে উঠে এসেছে নারীদের অর্গাজমের তথ্যও। শতকরা ৩৯ শতাংশ নারী বলেছেন যৌন মিলনের সময় তাদের অন্তত একবার অর্গাজম হয়। যেখানে ১০ শতাংশ নারীর হয় একাধিক বার।


যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী এ প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ নারীই বলেছেন মানসিক সম্পৃক্ততা। এর পরের অবস্থানেই ছিল উত্তেজনা যা ছিল ২৩ শতাংশ নারীর মতামত।

যৌন মিলনের পক্ষে সবচে বড় বাঁধা কোনটি? এমন প্রশ্নের জবাবে ৪০ শতাংশ নারীই দোষারোপ দিয়েছেন মানসিক চাপকে।

Pages