SLIDER

Navigation-Menus (Do Not Edit Here!)

নারীদের মধ্যে সেক্সটয় ব্যবহারের প্রবণতা বেশি

যৌন সক্ষম শতকরা ৫৮ জন মানুষই সেক্সটয় ব্যবহার করেন এবং পুরুষদের তুলনায় নারীদের মধ্যে তা ব্যবহারের প্রবণতা বেশি। চলতি বছরের জুনে আইরিশ টাইমসডটকম এর এক জরিপে উঠে এসেছে এ তথ্য।   জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২ হাজার ৬৩৯ জন।
এতে অংশগ্রহণকারী নারীদের মধ্যে শতকরা ৮০ শতাংশ নারীই সেক্সটয় ব্যবহার করেন এবং তা ব্যবহারের প্রবণবতা সবচাইতে বেশি হচ্ছে বাইসেক্সুয়াল এবং লেসবিয়ান নারীদের মধ্যে বলে দাবি করা হয়েছে ওই জরিপ তথ্যে।  বয়সের দিক থেকে সেক্সটয় ব্যবহারের প্রবণতা ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে সবচাইতে বেশি।
এ বিষয়ে কথা বলতে গিয়ে সাইকোথেরাপিস্ট তিরিশ মুরফি বলেন, পুরুষের তুলনায় নারীদের মধ্যে সেক্সটয় ব্যবহারের বেশি প্রবণতার কারণ হতে পারে তাদের মধ্যে যৌনতা সম্পর্কে স্বাধীনচেতা মনোভাব।  সেক্সোলজিস্ট
ইমিলি পাওয়ার স্মিথ বলেন, নারীদের সংখ্যার এ বিপুলতা দেখে আমি খুবই খুশি। যদিও আমি জানি যে ব্যহাকারীদের মধ্যে বেশিরভাগের শরীরেই সেটা উপযোগী ছিল না অথবা তাদের এটা কীভাবে ব্যবহার করতে হয় সেসম্পর্কে তারা জানতেন না, সুতরাং টয়ের শেষ আশ্রয়স্থল হয়েছে ড্রয়ারে।

Pages